ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৪
প্রকাশিত : মার্চ ১০, ২০২৫
আপডেট: মার্চ ১০, ২০২৫
প্রকাশিত : মার্চ ১০, ২০২৫

পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়, গ্রেফতার ৪

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় সাজেকগামী পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতরাতে দীঘিনালার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বেলাল (২৬), আজিবুর রহমান (২৬), সহিদুল (৪০) ও সুফিয়া বেগম (৫২)।

পুলিশ জানায়, গেল ৩ মার্চ সাজেক যাওয়ার সময় দীঘিনালার নয় মাইল এলাকায় গাড়ীর গতিরোধ করে ৮ জনকে জিম্মি করে। মুক্তিপণ হিসেবে স্বজনদের কাছে ২০ লাখ টাকা চাওয়া হয়। বিভিন্ন মাধ্যমে ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে পরের দিন তাদের ছেড়ে দেয়া হয়। পরে অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নেমে জড়িতদের গ্রেফতার করে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, পর্যটকদের আটকিয়ে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram