চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। হতাহতের সত্যতা নিশ্চিত করেছে সদর মডেল থানার ওসি মতিউর রহমান।
আজ সোমবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের দারিয়াপুর এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক রাজশাহীর পবা উপজেলার হাটরামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে ট্রাকের সামনের অংশ কেটে আটকে পড়া ড্রাইভার-হেলপারদের উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সাদ্দাম।
অপরদিকে, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।