একেকজন একেক পেশার মানুষ। কিন্তু ইফতারের কাতারে সবাই এক। রাজধানীর সোবহানবাগ মসজিদে প্রতিদিন একসঙ্গে ইফতার করেন হাজারখানেক মানুষ। বিপুল পরিমাণ মানুষের সেবায় নিয়োজিত এই মসজিদের খাদেমরা। পুরো রমজান জুড়ে চলবে সোবহানবাগ মসজিদের গণইফতার কার্যক্রম।
ইফতারের আগে কেউ মন দিয়ে বানান শরবত। কেউ ওদিকে ব্যস্ত থাকেন দস্তরখানায় প্লেট সাজাতে। পবিত্র রমজানে সোবহানবাগ মসজিদের প্রতিদিনকার চিত্রই এমন। খাদেমদের যথাসাধ্য চেষ্টা রোজাদার মুসল্লিদের জন্য সুন্দর ইফতার আয়োজনের।
প্রায় শত বছরের ঐতিহ্য সোবহানবাগ মসজিদের। প্রতি রজমানেই থাকে ইফতার আয়োজন। এবার বাড়তি মাত্রা পেয়েছে আরও বেশি মানুষের অংশগ্রহণে। কর্তৃপক্ষ জানায়, এবার রমজানের শুরু থেকে প্রতিদিন হাজারখানেক মানুষ ইফতার করছেন এখানে।
ইফতারের আগ মুহূর্তে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা। দুয়া করা হয়, দেশ ও মানুষের কল্যাণের।
মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ইফতারে মন সবার। রোজা ভেঙে তৃপ্তির ঢেকুর তোলেন মুসল্লিরা। ইফতারের পর মুসল্লিরা অংশ নেন মাগরিবের জামাতে।