যশোর প্রতিনিধি: যশোরে পুলিশ প্রধান হিসেবে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিচ্ছেন নারী পুলিশ কর্মকর্তা রওনক জাহান। মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
এর আাগে তিনি ডিএমপির উপকমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। রওনক জাহান নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান।
রওনক জাহান যশোরে প্রথম ৫১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন। যশোর জেলার যে কয়জন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন তিনি তার মধ্যে একমাত্র নারী পুলিশ সুপার। তিনি ২৭ বিসিএস ক্যাডার হিসেবে পুলিশে যোগদান করেন।
রওনক জাহান দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে যশোরের বর্তমান পুলিশ সুপার মো জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।