হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ফকিরপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আ'লীগ নেতা খালেকুজ্জামান চয়ন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০২ মার্চ) বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক খালেকুজ্জামান চয়ন। এছাড়া তিনি উপজেলার ফকিরপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ। অপরদিকে স্বাধীন উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।
জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ির একটি হত্যা মামলার আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান চয়নকে গ্রেফতার করা হয়েছে। আর ছাত্রলীগ নেতা স্বাধীনকে ৫৪ ধারায় আটক করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার যাত্রাবাড়ীর একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খালেকুজ্জামান চয়ন ও স্বাধীনকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।