ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৪:২৭
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৫

কোপা দেল রে: ৮ গোলের ম্যাচে এগিয়ে থেকেও জয়বঞ্চিত বার্সা

কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে হয় হাতছাড়া হয়েছে বার্সেলোনার। অ্যাতলেটিকো মাদ্রিদের নাটকীয় কামব্যাকে ৪-৪ গোলে শেষ হয়েছে রোমাঞ্চকর এক লড়াই।

মঙ্গলবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে হুলিয়ান আলভারেজের গোলে ম্যাচের এক মিনিটেই লিড নেয় অ্যাতলেটিকো। ৬ মিনিটে গ্রিজম্যানের গোলে ব্যবধান বাড়ায় দলটা। এরপরই দারুণ প্রত্যাবর্তন করে স্বাগতিকরা। ম্যাচের ১৯ মিনিটে পেদ্রির গোলে ব্যবধান কমায় বার্সা। ২ মিনিটের ব্যবধানে রাফিনহার কর্নারে কুবার্সির হেডে সমতায় ফেরে কাতালানরা।

প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে (৪১ মিনিটে) মার্টিনেজের গোলে এগিয়ে যায় বার্সা। ৫ গোলে শেষ হয় প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৭৪ মিনিটে লেভানদোভস্কির গোলে ৪-২ গোলের লিড পায় হ্যান্সি ফ্লিকের দল। জয় তখন হাতছানি দিচ্ছে বার্সার।

তবে এরপরই ম্যাচের দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করে। ম্যাচের শেষ ৬ মিনিটে নাটকীয় প্রত্যাবর্তন করে অ্যাতলেটিকো। ৮৪ মিনিটে মার্কোস ইয়োরেন্তের গোলে ব্যবধান কমানোর পর যোগ করা অতিরিক্ত সময়ের তিন মিনিটে দলকে সমতায় ফেরান আলেকজান্ডার সরলথ। রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ৪-৪ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram