ইসরায়েলের তিনটি বাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ একে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে।ইতিমধ্যে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতি সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। আরও দুটি বাসেও ডিভাইস ছিল, কিন্তু তা বিস্ফোরণ হয়নি। পুলিশ সন্দেহভাজনকে খুঁজতে অভিযান শুরু করেছে।
দেশটির পরিবহনমন্ত্রী মিরি রেগেভে সব ধরনের বাস, ট্রেন ও হালকা ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তারা সবগুলো বাহন পরীক্ষা করে দেখবেন কোথাও বিস্ফোরক আছে কি না।
বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এই বিস্ফোরণের জন্য ফিলিস্তিনি সন্ত্রাসী সংস্থাকে দায়ী করেছেন।
ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক ডেকেছেন। এক বিবৃতিতে পুলিশ বলেছে, প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে এটি সন্ত্রাসী হামলা। একাধিক রিপোর্টে জানা গেছে বাত ইয়ামের বিভিন্ন বাসে বিস্ফোরণ হয়েছে।