ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৮
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৫
আপডেট: জানুয়ারি ২৮, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৫

বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি, মুসল্লিদের অবস্থানের জন্য প্রস্তুত মাঠ

তাবলীগ জামাতের ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গী তুরাগ তীরে অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। এবারই প্রথম বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। পবিত্র হজের পরে মুসলিম বিশ্বের বৃহত্তর জমায়েত ঘটে টঙ্গীর বিশ্ব ইজতেমায়।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের এবারের ইজতেমা হযরত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম পর্ব জানুয়ারি ৩১ ও ১, ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব ৩, ৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে। পুরা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এবং কে কোন ধাপে অংশগ্রহণ করবে তা ইতিমধ্যে জেলা ওয়ালাদেরকে মুরুব্বীদের পক্ষ থেকে জানানো হয়েছে জানিয়েছেন শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি আরো জানান, প্রথম পর্বে অংশগ্রহণ করছেন গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দোহার, ডেমরা, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাংগা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বি.বাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাপাইনবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট ৪১টি জেলা অংশগ্রহণ করবে।

দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাংগামাটি, নওগাঁ, বান্দরবন জেলা। এই ধাপেও ঢাকার একাংশ সহ ২৪টি জেলা অংশগ্রহণ করছেন। প্রথম ধাপে ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদারগন আসা শুরু করছেন এবং বুধবার সকাল থেকে দেশী-বিদেশী মেহমান ও সাধারণ মুসল্লী আসা শুরু করবেন।

দুই পর্বে ইজতেমা ইজতেমা করার কারণ হিসেবে হাবিবুল্লাহ রায়হান বলেন, তাবলীগের মেহনত একটি দ্বীনের অন্যতম মেহনত এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম। ধর্ম প্রাণ মুসল্লী ভাইয়েরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলীগের মেহনত করতে চান। এই সংখ্যাটা এত ব্যাপক যে টঙ্গী মাঠের ১৬০ একর জায়গায় তাদের অবস্থান করাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। গত কয়েক বছর শুরায়ী নেজামের অধীনে যে সকল ইজতেমা অনুষ্ঠিত হয়েছে, আপনারা জেনে থাকবেন আমাদের সাথীরা স্থায়ী টয়লেটের ছাদগুলোর উপরে, আশেপাশে ছোট ছোট মাঠগুলোর ভেতরে,এবং রাস্তায় ধুলাবালির ভিতর আমাদের সাথীরা কষ্ট করে অবস্থান করেছেন। এবার দুই ধাপে ইজতেমা হওয়ার কারণে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে, ইনশাআল্লাহ।

সাদপন্থীদের তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। সাদপন্থী তাবলীগ জামাত বাংলাদেশ মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, টঙ্গীতে তাবলীগ জামাতের উভয় পক্ষের সংঘর্ষে আরেকজন সাদপন্থী নিহত হয়েছেন। নিহত মো. মিজানুর রহমান (৪২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি চন্দথানা বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামানিকের ছেলে। তিনি তাবলীগ জামাতের সাদপন্থীদের একজন সক্রিয় সদস্য ও ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী। মিজানুর রহমান সাদপন্থীদের ৫দিনের জোড় ইজতেমার কাজে অংশ নিতে টঙ্গীর ময়দানে এসে জুবায়েরেপন্থীদের আক্রমণে মারাত্মক আহত হয়েছিলেন। সাদপন্থীদের তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

উল্লেখ্য, বিগত ১৮ডিসেম্বর ভোরে সাদপন্থীদের ৫দিনের জোড়কে কেন্দ্র করে জুবায়েরপন্থীদের সাথে সংঘর্ষে সাদপন্থী তাবলীগের সাথী মো. বেলাল সহ মোট ৩ জন নিহত হয়েছিলেন। মিজানুর রহমান সেদিন জুবায়েরপন্থীদের হামলায় মারাত্মক আহত হয়ে ১ মাস ১২দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে থেকে গত সোমবার রাতে ইন্তেকাল করেন।

পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন, সিভিল সার্জন অফিসসহ সরকারি বেসরকারি সংস্থা দিনরাত কাজ করে ইজতেমা মাঠ তৈরিতে সময় দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে টঙ্গীতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা ময়দানে আলেম ওলামাদের দাবির প্রেক্ষিতে গাজীপুর সিটি করপোরেশন দেড়হাজার বান ঢেউটিনসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram