রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় দুই স্ত্রীর কলহে মাদক মামলার আসামি বিল্লাল হোসেন (৩২) আত্মহত্যা করেছে জানা গেছে।
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের একটি গোয়াল ঘর থেকে বৃহস্পতিবার বিল্লাল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। বিল্লাল মাদক মামলার আসামি ছিল বলে জানিয়েছে পুলিশ। সে একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বসতঘরের পাশে গোয়ালঘরের আড়ার সাথে বিল্লালকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকেরা তাকে নামিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, বিল্লালের সংসারে দুইজন স্ত্রী। ছেলে-মেয়ে চারজন। বেশ কিছু দিন ধরে তার সংসারে কলহ বিরাজ করছিল। অভাব অনটন ও স্বামীর অবস্থান নিয়ে দুই স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। ইদানীং মাদক ব্যবসা কমে যাওয়ায় তাদের সংসারে অর্থের সংকট চলছিল। তবে এলাকাবাসী জানায়, মাদক ব্যবসার সহযোগিতার জন্যই বিল্লাল দুই বিয়ে করেছিল।
এছাড়া বিল্লাল আগে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। মাদক মামলার আসামি সে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।