হাঙ্গরের আক্রমণে প্রাণ হারিয়েছেন ইতালির এক পর্যটক। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) মিশরের লোহিত সাগরের তলদেশে প্রাণ হারিয়েছেন তিনি। এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ডয়েচ ভেলে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সুইমিং অঞ্চলের বাইরে হাঙ্গরের কবলে পড়েছিলেন আরেক পর্যটক। তিনি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, মিশরের পর্যটন শহর মার্সা আলমের উত্তর অংশে হাঙ্গরের আক্রমণে প্রাণ হারান ইতালির ওই পর্যটক। ওই স্থানটি ডুবুরি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সুইমিং অঞ্চলের বাইরে সমুদ্রের তলদেশে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ডয়েচ ভেলে জানিয়েছে হতাহত দুই পর্যটকই ইতালির নাগরিক। তবে তাদের নাম প্রকাশ করেনি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহত ৪৮ বছর বয়সী ওই ব্যক্তিটি রোমের বাসিন্দা। এছাড়া আহত পর্যটক ইতালির নাগরিক ছিলেন, তার বয়স ৬৯ বছর। তাকে ঘালিব বন্দর এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে মিশরের কর্তৃপক্ষ। এ দুর্ঘটনার পর মার্সা আলমের সুইমিং অঞ্চলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ঘটনার মূল কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।