চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস।
আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান শাহ, দৈনিক সংবাদের সামশুল ইসলাম টুকু, যুমনা টেলিভিশনের মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙা টেলিভিশনের ডাবলু কুমার ঘোষ, নাগরিক টেলিভিশনের ফারুক আহম্মেদ চৌধুরী, চ্যানেল আই-এর আশরাফুল ইসলাম রঞ্জু, সমকালের এস.এম রোকন প্রমুখ।
সভায় গুজব প্রতিরোধে সংবাদ প্রকাশ ও তৈরিতে বিভিন্ন বিভিন্ন প্রতিবন্ধকতা ও করণীয় নিয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপনা করেন মোঃ তৌহিদুজ্জামান।
সভায় বক্তারা বলেন, বতর্মান সময়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি এবং সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আর এক্ষেত্রে একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মী গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। তাই বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ষড়যন্ত্রকারীদের গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা চান বক্তারা।
সভায় জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করে।