ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩১
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৪
আপডেট: নভেম্বর ২৮, ২০২৪
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৪

১৫ বছর পর রিয়ালকে হারালো লিভারপুল

১৫ বছরের বেশি সময় পর রিয়াল মাদ্রিদকে হারাতে পারলো লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের ৫ম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠ অ্যান্ডফিল্ডে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। হারের তিক্ত স্বাদে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪ নম্বরে নেমেছে রিয়াল মাদ্রিদ।

অ্যানফিল্ডে ইনজুরি জর্জরিত রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামে লিভারপুল। ভিনিসিয়াস, রদ্রিগোর অনুপস্থিতিতে কিলিয়ান এমবাপ্পের সাথে ব্রাইহাম দিয়াস ও আরদা গুরালকে নিয়ে আক্রমন সাজান রিয়াল কোচ অ্যানচেলোত্তিতে। আর রক্ষণের দায়িত্ব পড়ে একাডেমির তরুন ফুটবলার রাউল অ্যাসেন্সিওর ওপর।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল। বল পজেশন থেকে শুরু করে আক্রমনের সংখ্যা সবকিছুর বিচারেই এগিয়ে ছিল স্লটের দল। তবে কখনও থিবো করতোয়া আবার কখোন রুডিগারের দক্ষতায় প্রথমার্ধে গোল পায়নি লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে ভাঙ্গে ডেটলক। ৫২ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক আলিস্টারের গোলে লিড নেয় লিভারপুল।

তবে ৭ মিনিট পর সমতায় ফেরার দারুন সুযোগ পায় রিয়াল। লুকাস ভাস্কেসকে ডি বক্সে ফাউল করেন অ্যান্ড্রিউ রবাটসন। কিলিয়ান এমবাপ্পের ব্যর্থতায় গোলবঞ্চিত হয় চ্যম্পিয়নরা। এমবাপ্পের শট রুখে দেন লিভারপুল গোলরক্ষক কাউয়িমিন কেলেহার।

৬৯ মিনিটে পেনাল্ট পায় লিভারপুলও। এবার রিয়াল ডিফেন্ডার ফ্রিল্যান্ড মেন্ডি ফাউল করেন সালাহকে। তবে নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সালাহ। তবে লিভারপুল ঠিকই দ্বিতীয় গোল আদায় করে, রিয়ালের সমতায় ফেরার পথ বন্ধ করে দেয়। বদলি হিসেবে নামার কিছুক্ষনের মধ্যেই ৭৬ মিনিটে স্কোর শিটে নাম তোলে ডাচ ফরোয়ার্ড কোডি গ্যাকপো।

ম্যাচের শেষ ভাগে গোলের সুযোগ পেয়েছিল দুই দলই। ইনজুরি সময়ে রিয়ালের লুকাস ভাস্কেক ও ব্রাহিমের দুটি আক্রমন রুখে দেয় লিভারপুল কিপার কেলেহার। এ জয়ে ২০০৯ সালের মার্চের পর প্রথমবার রিয়ালকে হারালো লিভারপুল।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram