হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ট্রাকের চাকায় খাটিয়া বহন করা রাসেল মোল্যাসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে নড়াইল-ঢাকা মহাসড়কের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মাইটকুমড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা, রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪০) এবং একই উপজেলার কালনা গ্রামের হেমায়েত শেখের ছেলে শামীম শেখ (৩০)। এ ঘটনায় তুহিন শেখ নামে তাদের সাথে থাকা আরও একজন মারাত্নক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পরপরই অসুস্থ হয়ে পড়েন রাসেল মোল্যার দাদি। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই হাসপাতাল থেকে গ্রামে আনা হয় বৃদ্ধার লাশ। এরপর তার দাফন-কাফনের জন্য আরও চারজনকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী মসজিদ থেকে খাটিয়া আনতে যান রাসেল মোল্যা। খাটিয়া নিয়ে ফেরার সময় নড়াইল ঢাকা মহাসড়কের আলা মুন্সীর মোড় সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের সামনের রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত যানবাহনের কারণে রাস্তা পার হতে না পেরে তারা কিছু সময় অপেক্ষা করেন তারা। এরপর রাস্তা ফাঁকা দেখে পার হতে গেলে নড়াইল থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি মুরগীবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেল ও শামীমের। জিয়া ও তুহিন শেখকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসক জিয়াসহ মোট তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত তুহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এক সাথে তিনজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটক করে আইনী ব্যবস্থা নেয়া হবে।