শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এ সময় ৫টি দোকানে লুটপাট হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রলিচালক মিজানুর রহমান মিজান (৩৫) ও শ্রাবণ (২২)। মিজানুর গৌরীপুর এলাকার মৌলভী আজাহার আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান গৌরীপুর মহল্লার এবং খোয়ারেরপার এলাকার শাপলা চত্বরে দুই দল কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় গৌরীপুর মহল্লার ট্রলি চালক মিজানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা।
পরে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রাবণকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার ভোরে মারা যান তিনি।
এ ঘটনায় সেনাবাহিনী এবং পুলিশ ওই এলাকায় টহল দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে মৃত্যুর ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।