ঢাকা
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১:১৬
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৪

বৈষম্য দিনের অবসান ঘটেছে, আইনের কাছে সবাই সমান থাকবে: উপদেষ্টা ফারুক-ই-আজম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে বড় মিয়া ছোট মিয়া বিবেচনা যেন না হয়। চৌধুরী বাড়ির রাস্তা আগে হবে কুমার বাড়ির রাস্তা পরে হবে এমন বৈষম্য যেন না হয়। যারাই সব চাইতে বেশি ক্ষতিগ্রস্থ তারাই অগ্রাধিকার পাবে। বৈষম্য দিনের অবসান ঘটেছে।

রোববার (১ সেপ্টেম্বর) মিরসরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বন্যা পরিস্থিতি নিয়ে ফারুক-ই-আজম বলেন, ‘বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিন্তার কোনও কারণ নেই। সব যথাযথ তালিকা হচ্ছে। আপনাদের ভাবনার চাইতেও সরকার আরো ভালো পরিকল্পনা হাতে নিয়েছে।’

এসময় তিনি দেশের সার্বিক পরিস্থিতির প্রসঙ্গ নিয়ে বলেন, ‘এখন আর আগের বাংলাদেশ হবে না। উঁচু-নিচু ভেদাভেদ আর হবে না। আইনের কাছে সবাই সমান থাকবে। রাষ্ট্র ও সরকার সুস্পষ্ট বিভাজন থাকবে। রাষ্ট্র চিরস্থায়ী চিরন্তন। রাষ্ট্র তার আইন এবং বিধি দ্বারা সুরক্ষিত থাকবে। এর ব্যত্যয় যারা করবে তাদের রাষ্ট্রের দায়িত্বে থেকে চলে যাবে। থানা পুলিশ উন্মুক্ত থাকবে জনগণের জন্য। যেখানে আর কোনো বৈষম্য থাকবে না।’

ফারুক-ই-আজম আরো বলেন, ‘উপজেলা প্রশাসনের কোনো ডিপার্টমেন্টের কাজের ফিরিস্তি নিয়ে ঠেলাঠেলি যেন না হয়। সকলেই দায়িত্বশীল আচরণ করবেন। উপজেলা প্রশাসনের প্রত্যেকটি দপ্তর যৌথ পরিবারের মতো কাজ করবে। জনগনের সেবা করার জন্য যে সুযোগ এসেছে তা যেন হেলায় নষ্ট না করি।’

এসময় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন, সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মিরসরাই সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল আল মামুন, মিরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram