জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পৃথক সময়ে বন্যার পানিতে ভেসে আসা দুই অজ্ঞাত নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজন পুরুষ ও অপরজন হিন্দু নারী।
সোমবার দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় মহুরী সেচ প্রকল্প এলাকার বড় ফেনী নদীর তীর থেকে ২৬-২৭ বছরের এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে বেওয়ারিশ লাশ হিসেবে তাকে মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামস্থ দৌলত চৌধুরী দীঘির পাড়ে গণকবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার দুপুর দুইটায় একই স্থানে ২৫-২৬ বছরের এক নারীর (যার গলায় সিঁথির মালা ছিল) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে হিন্দুধর্মাবলম্ভী ওই নারী বন্যার পানিতে নিহত হয়ে ভেসে ওঠেছেন। হিন্দু ধর্মানুযায়ী তার মর দেহ সৎকারের জন্য স্থানীয় হিন্দু নেতাদের সঙ্গে পুলিশের সিদ্ধান্ত হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় দুটি অজ্ঞাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।