ঢাকা
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:৪০
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৪
আপডেট: আগস্ট ২৬, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৪

প্রবল বর্ষণে মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা

জসিম সিদ্দিকী, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে প্রবল বর্ষণে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।

গত ২৪ আগস্ট থেকে একটানা প্রবল বর্ষণে মহেশখালী উপজেলার বড়মহেশখালীর ফকিরাকাটা, শুকরিয়া পাড়া, ধলঘাটার সুতরিয়া, মুহুরীঘোনা, সরইতলা, পন্ডিতের ডেইল, কালারমারছড়ার পাহাড়তলী, ঝাপুয়া, পৌরসভার চরপাড়া, ঘোনাপাড়া, পুটিবিলা, ছোটমহেশখালীর তেলী পাড়া, উম্বনিয়া পাড়া, ঠাকুরতলা, মুদিরছড়া, শাপলাপুরের বারিয়া পাড়া, জেএমঘাট, ষাইটমারা, কুতুবজোমের তাজিয়াকাটা, ঘটিভাঙ্গা, সোনাদিয়া ও ডেম্বুনি পাড়া সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এছাড়াও শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক ঘরের মাটির দেওয়াল ধ্বসে পড়েছে। পাহাড় ভেঙ্গে শতাধিক পানের বরজ নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানি এবং জোয়ারের পানি একাকার হয়ে তলিয়ে গেছে কয়েকটি চিংড়ি ঘের। কয়েক কোটি টাকার চিংড়ি মাছ পানিতে ভেসে গেছে বলে জানান প্রান্তিক চিংড়ি চাষীরা।

এদিকে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা আজ সকালে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram