লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আরিফুল রহমান আনিছ নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) রাত ৯ টার দিকে লালপুর গার্লস স্কুল মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মেহেদী হাসান। ভুয়া ওই চিকিৎসক কুষ্টিয়া সদরের হরিপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
শিক্ষার্থীরা জানান, লালপুর বাজারের বর্ণালী চশমা ঘরে দীর্ঘদিন ধরে আরিফুল ইসলাম নিজেকে চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে চোখের চিকিৎসা এবং অপারেশন করে আসছেন৷ এবং রোগীদের সঙ্গে প্রতারণা মাধ্যমে লাখ লাখ হাতিয়ে নিয়েছেন। পরে ৩ শিক্ষার্থী রোগী সেজে চিকিৎসা নিতে গিয়ে তার সত্যতা পান। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া ওই চিকিৎসককে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি একজন ভুয়া চিকিৎসককে তারা আটক করেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে যাচাই বাচাই করলে আটককৃত ওই ব্যক্তি চিকিৎসা বা ডাক্তারির কোনো সার্টিফিকেট দেখাতে পারেন নি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনে তাকে এক মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।