ঢাকা
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৮
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৪
আপডেট: আগস্ট ১৪, ২০২৪
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৪

শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

অন্যদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুরে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ অফিস থেকে বের হয়ে উপজেলা চত্বর হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে এক সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া এদিন সকালে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আইজীবীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এম.এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।

এছাড়াও, আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন। বুধবার একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে একটি বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram