চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গানে গানে ও গীতিনাট্যে এবং দেয়াল লিখন ও প্রতিবাদী নৃত্যের মধ্য দিয়ে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে কয়েকজন অভিভাবক ও শিক্ষকদেরও অংশ গ্রহণ করতে দেখা যায়।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। পরে বিকেল ৪টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড ও জাতীয় পতকা দেখা যায়। পরে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের গানে গানে ও গীতিনাট্যে এবং দেয়াল লিখন ও প্রতিবাদী নৃত্যের মধ্য দিয়ে স্মরণ করেন।
শিক্ষার্থীদের এই কর্মসূচী চলাকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ টহল
রাস্তায় তাদের টহল অব্যাহত রাখলেও পুলিশ কোন বাঁধা দেননি। এককথায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্তক অবস্থানে দেখতে পাওয়া যায়।
এ সময় শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বিভিন্ন দাবি তুলে ধরেন এবং হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি জানান এবং এই আন্দোলনে সকলকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আর কর্মসূচী চলাকালে মেয়ে শিক্ষার্থীরা আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের চকলেট উপহার দেন।