রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামের নিয়মনীতির তোয়াক্কা না করে বিনা ছুটিতে বিদেশ যাওয়ার অভিযোগ উঠেছে।
তথ্য অনুযায়ী কোন প্রয়োজনে নির্বাচিত কোন ইউপি সদস্যকে বিদেশ যেতে হলে সরকারি বিধান মতে স্থানীয় প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কাছ থেকে লিখিত অনুমতি বা ছুটি নিতে হয়। কিন্তু ইউপি সদস্য নজরুল ইসলাম সরকারি এ নিয়মনীতিকে তোয়াক্কা না করে প্রায় ছয়মাস যাবৎ জীবিকার তাগিদে বিদেশে রয়েছেন।
একাধিক সেবা প্রত্যাশিরা অভিযোগ করে বলেন, স্থানীয় ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন প্রয়োজনে ইউপি সদস্যের স্বাক্ষর প্রয়োজন হয়। তার স্বাক্ষর ছাড়া ইউনিয়ন পরিষদে কোন কাজ করা যায়না। স্থানীয়রা আরও জানান, প্রায় ৬ মাস আগে তিনি সৌদি আরব চলে যান, এতে করে আমরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, ফলে নানা ভোগান্তির শিকার হচ্ছি। আমরা দ্রুত নির্বাচনের মাধ্যমে একজন ইউপি সদস্য চাই।
এ বিষয়ে নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, আমাদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউকে কিছুনা বলে দেশের বাইরে চলে যায়, প্রায় ৬ মাস হচ্ছে। তিনি দেশের বাইরে চলে যাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ইউপি সদস্য নজরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ও ইমুতে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।